আমাদের ভারত, ১৭ আগস্ট: অনুব্রত মণ্ডলের প্রায় ১৭ কোটি টাকার ফিক্স ডিপোজিটের খোঁজ পেয়ে তা বাজেয়াপ্ত করল সিবিআই। এই বিশাল অংকের ফিক্স ডিপোজিট শুধুমাত্র অনুব্রত মণ্ডলের নয়। তাঁর ঘনিষ্ঠদের নামেও রয়েছে। অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্স ডিপোজিট বাজেয়াপ্ত করেছে সিবিআই।
যাদের নামে ফিক্স ডিপোজিটগুলো রয়েছে তারা এই টাকা আর তুলতে পারবেন না। সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডের তদন্তে এই ফিক্স ডিপোজিটের খোঁজ পাওয়া গেছে। তবে কাদের নাম ওই ফিক্স ডিপোজিটে রয়েছে সেটা এখনো সিবিআইয়ের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের পরিবার ও আত্মীয়রাই রয়েছেন এই ফিক্স ডিপোজিটের তালিকায়।
জানা যাচ্ছে যাদের নাম তালিকায় রয়েছে তাদেরকে কয়েকদিনের মধ্যেই ডেকে জেরা করা হতে পারে।
গরু পাচার কাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সেই তদন্তে নেমে ফিক্স ডিপোজিট গুলির খোঁজ পায় সিবিআই। এর আগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিশাল অঙ্কের সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই।
বুধবার অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে কথা বলতে গিয়েছিল সিবিআই। কিন্তু সুকন্যা তাদের সাথে কথা বলতে চায়নি। বাবা হেফাজতে, মা প্রয়াত এই অবস্থায় তিনি কথা বলার পরিস্থিতিতে নেই বলেই জানিয়েছে সে সিবিআইকে। কিছুক্ষণ থাকার পরই সিবিআই অফিসাররা সেখান থেকে বেরিয়ে যান। জানাগেছে, অনুব্রত কন্যা সিবিআই আধিকারিকদের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছেন।

