আমাদের ভারত, কলকাতা, ১৮ ডিসেম্বর: বুধবার দিনভর নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে জেরা করেন সিবিআই তদন্তকারীরা।
‘কাকু’র জামিন এবং হেফাজত নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। অবশেষে মঙ্গলবার বিচার ভবনের বিচারক ‘কাকু’র চার দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন। তাঁকে জেল থেকে বার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিয়ে যাওয়া হয় জোকায় কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার পর রাত আড়াইটে নাগাদ তাঁকে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে নিয়ে যাওয়া হয়। আগামী চার দিন সেখানেই থাকতে হবে তাঁকে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় কিছু দিন আগে ‘কাকু’কে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তাঁকে হেফাজতে নিতে চেয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। নিম্ন আদালত তাঁকে সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছিল একাধিক বার। কিন্তু ‘কাকু’ অসুস্থ থাকায় তাঁকে হাজির করানো যায়নি। জেল কর্তৃপক্ষ আদালতে তাঁর মেডিক্যাল রিপোর্টও জমা দেন।