আমাদের ভারত,২৬ জানুয়ারি: শাহিনবাগ প্রতিবাদের অন্যতম মাথা জেএনইউয়ের পিএইচডি স্কলার শার্জিল ইমামের বিরুদ্ধে মামলা করল অসম সরকার। তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ এনেছে অসম সরকার। শারজিল ইমাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে জেএনইউয়ের রিসার্চ স্কলার।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে, শার্জিলকে বলতে দেখা গেছে অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া দরকার। অসমের মুসলিম ও বাঙালিদের মারা হচ্ছে। কয়েক মাসের মধ্যে সব বাঙালিকে মারা হবে। যথেচ্ছভাবে বাঙালিদের ডিটেনশন শিবিরে পাঠানো হচ্ছে। এসব কিছু আটকাতে রেললাইন বিছিন্ন করে ভারত থেকে অসমকে আলাদা করতে হবে। পাকাপাকিভাবে না হলেও কিছুদিনের জন্য আলাদা করতে হবে। একই সঙ্গে শার্জিল উত্তর-পূর্বকে বিচ্ছিন্ন করতে মুসলিমদের একজোট হবার ডাক দেন।
শার্জিলের এই মন্তব্যের প্রেক্ষিতে অসম সরকারের মুখপাত্র হিসেবে হিমন্ত বিশ্বশর্মা বলেন, এত বড় প্ররোচনামূলক মন্তব্যকে গুরুতর অপরাধ হিসেবেই দেখছে অসম সরকার। আর সেই কারণেই চারজনের বিরুদ্ধে মামলা করেছে। এই ধরনের প্রচার অসমের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করে দিতে পারে। অসমকে কোনোভাবেই বিচ্ছিন্ন হতে দেওয়া যাবে না।