আমাদের ভারত, ১ জুলাই: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দিবসে সিএ-দের প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন, “শুভ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দিবস। সিএ-রা আমাদের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দক্ষতা এবং কৌশলগত অন্তর্দৃষ্টি ব্যবসা এবং ব্যক্তিদের জন্য সমানভাবে উপকারী। তাঁরা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রাখেন। তাঁরা আমাদের আর্থিক সুস্থতার জন্য সমানভাবে অবিচ্ছেদ্য।”
প্রসঙ্গত, ১৯৪৯ সালে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউনটেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আইসিএআই-এর বার্ষিক অনুষ্ঠানে দিনটি প্রথম পালন করার কথা ঘোষণা করা হয়। আইসিএআই হল একটি বিধিবদ্ধ সংস্থা, যার ভারতে চাটার্ড অ্যাকাউনটেন্টদের পোশাক কেমন হবে তা ঠিক করে দেয়।
আইসিএআই এই কাজের সঙ্গে যুক্ত প্রত্যেককে স্বীকৃতি দেওয়ার জন্য দিনটি উদযাপন শুরু করে। ভারতে ১ জুলাই এই দিনটি উদযাপিত হলেও সারা বিশ্বে ১১ নভেম্বর পালিত হয় এই দিন।
অন্যদিকে সিএ দিবসে সিএ-দের শুভেচ্ছা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার তিনি এক্স বার্তায় লিখেছেন, “সিএ দিবসের শুভেচ্ছা। আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের নিবেদিত পরিষেবাগুলি আমাদের অর্থ ও বাণিজ্য খাতের উন্নয়নে
প্রচুর অবদান রেখেছে। ব্যবসা এবং ব্যক্তিদের আর্থিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক হয়েছে। এই উপলক্ষ নতুন উদ্দীপনার সাথে জাতীর সেবা করার জন্য তাঁদের চেতনাকে পুনরুজ্জীবিত করুক।”