আমাদের ভারত, ব্যারাকপুর, ২ ফেব্রুয়ারি: উত্তর ২৪ পরগনার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের ওয়াক ইন ইন্টারভিউ ছিল মঙ্গলবার। অনিবার্য কারণবশত স্থগিত করা হয় এদিনের সেই চাকরি পরীক্ষা। ফলে চাকরির পরীক্ষা দিতে এসে বহু পরীক্ষার্থীকে ফিরে যেতে হয়। পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। পরীক্ষার্থীদের দাবি, তাঁরা বহু দুর দুর থেকে এই হাসপাতালে এসেছিল পরীক্ষা দিতে, কোনওরকম ভাবে আগে থেকে তাঁদের পরীক্ষা বাতিলের কথা জানানো হয়নি। ফলে তারা ক্ষোভে ফেটে পড়ে হাসপাতালের গেটের সামনে।
দীর্ঘক্ষণ ধরে চলে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। এরপর ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। পুলিশ এসে বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের হাসপাতালের গেটের সামনে থেকে হটিয়ে দেয়। হাসপাতাল থেকে চাকরি প্রার্থীদের জানানো হয়েছে, পরবর্তী ইন্টারভিউয়ের দিন তাদের শীঘ্রই ফোনে জানিয়ে দেওয়া হবে।