বাতিল হওয়া ৫২ ফুট নেতাজি ট্যাবলো প্রজাতন্ত্র দিবসে থাকছে রেড রোডে

রাজেন রায়, কলকাতা, ২৫ জানুয়ারি: নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর কথা মাথায় রেখেই সেই বিষয়ের ট্যাবলো দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু নেতাজি বিষয়ক বাংলার ট্যাবলো বাতিল করে দেয় প্রতিরক্ষা মন্ত্রক। যাতে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দেন প্রধানমন্ত্রীকে। যার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাবলো বাতিলের কারণ অস্পষ্ট ভাবে জানায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যার ভিত্তিতে আদালতে মামলাও হয়। কিন্তু সময়ের অভাবে সেই মামলা খারিজ হয়েছে।

যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, রেড রোডে কুচকাওয়াজে দেখা যাবে সেই ট্যাবলো।
যার প্রস্তুতি চলছে। কলকাতা পুলিশের তরফে ও রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে নির্মিত হচ্ছে নেতাজি বিষয়ক ট্যাবলো। কুমোরটুলির মৃৎ শিল্পীরা বানাচ্ছেন সেই ট্যাবলো।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে নেতাজি ট্যাবলো সাজিয়ে তোলার প্রক্রিয়া। ৫২ ফুট লম্বা, ১১ ফুট চওড়া এবং ১৬ ফুট উঁচু এই ট্যাবলোটি। চলতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে তাই জোর কদমে ট্যাবলো বানানোর কাজ চালানো হচ্ছে। তেরঙ্গা ও নেতাজির ছবি সহ এই ট্যাবলোটিতে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন মুহূর্ত ফুটিয়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *