World Hearing Day ‘বিশ্ব শ্রবণ দিবস’ স্মরণে কলকাতার রাস্তায় প্রচারগাড়ি

আমাদের ভারত, কলকাতা, ৪ মার্চ: ৩রা মার্চ ‘বিশ্ব শ্রবণ দিবস’ স্মরণে অন্বেষা কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় একটি ট্যাবলো বার করে।

যাদবপুর ৮বি থেকে শুরু করে জগুবাবুর বাজার ভবানীপুর, এক্সাইড মোড়, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিউ মার্কেট, শিয়ালদহ স্টেশন, নিকো পার্ক থেকে ফিরে যাদবপুর ৮ বি–তে ফিরে আসে। পথচারী, গাড়ির চালক, আরোহীদের উদ্দেশ্যে কানের এবং শোনার যত্নের উপর প্রচার করা হয়।

‘অন্বেষা কলকাতা’-র কো অর্ডিনেটর
(অ্যাওয়ারনেস, কমিউনিকেশন ও অ্যাডভোকেসি) অর্ণব কুমার ভট্টাচার্য এ খবর জানিয়ে রবিবার বলেন, “সবার শেষে, বিকেলে, যাদবপুর মোড়ে প্রায় ১৫০ লোকের উপস্থিতিতে একটি জন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বধিরতা কী, কীভাবে কানের যত্ন নিতে হয়, কীভাবে বধির-বান্ধব হয়ে ওঠা যায়— সেই ব্যাপারে বধিরতাযুক্ত ব্যক্তিদের নিয়ে গড়া বন্ধু দলের সদস্যরা সচেতনতামূলক বার্তা দেয়। জীবনভর শুনতে হলে সমাজের সর্বস্তরে মানসিকতার পরিবর্তন আনা খুব প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *