রাজেন রায়, কলকাতা, ৬ ডিসেম্বর: করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের ফলাফল পেতে পেতে ফেব্রুয়ারি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা। সেই কারণে জানুয়ারিতে কলকাতা বইমেলা হবার সম্ভাবনা যথেষ্ট কম। তবে কবে হতে চলেছে কলকাতা বইমেলা নাকি চলতি বছরের জন্য তা বন্ধ থাকবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সাধারণ মানুষের মনে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, জুলাইয়ে হতে পারে এবারের কলকাতা বইমেলা। দিনক্ষণ নির্ধারণ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন গিল্ড কর্তারা। করোনা টিকা বাজারে আসার পর বইমেলা হলে স্টলেই মিলতে পারে ভ্যাকসিন।
প্রকাশক সংগঠনের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, “বইমেলা হচ্ছেই। তবে, জানুয়ারি থেকে পিছতে পারে জুলাইয়ে। এমনটা ভেবে রাখা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলে দিন চূড়ান্ত হবে।” বইমেলার স্টলে এবার শুধু বই নয়, ভ্যাকসিনও মিলতে পারে। সুরক্ষা বিধি মেনেই বইমেলা হবে বলে জানান তিনি।