আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: বৃহস্পতিবার নারায়ণগড় থানা এলাকার পারুলদাতে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা নারায়ণগড় থেকে কুনারপুরগামী রাস্তার কাছে পারুলদাতে একটি গাছে গৌতম দে (৩৬) নামে ওই ব্যবসায়ীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তারাই নারায়ণগড় থানার পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকা-পয়সা লুটের উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে নারায়ণগড় থানার পুলিশ।