আমাদের ভারত হাওড়া, ১১ জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে নেমে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আমতা–রানীহাটি রোডে জগতবল্লভপুর থানার মানিকপীরে। দুর্ঘটনায় ১০ জন বাসযাত্রী আহত হয়।
জানা গেছে, শনিবার সকাল ১০ টা নাগাদ এয়ারপোর্ট– আমতা রুটের বাসটি আমতা অভিমুখে যাওয়ার সময় মানিকপীরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে নেমে যায়। দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ বাসটিকে আটক করেছে।