স্বরূপ বিশ্বাস, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ মে: আ সকাল ৭ টা নাগাদ রায়গঞ্জ ডিপো থেকে মালদা, বালুরঘাট ও শিলিগুড়ি রুটে বাস চলাচল শুরু হল। রাতে রায়গঞ্জ থেকে কলকাতা রুটেও বাস যাবে বলে জানা গিয়েছে। ডিপোসূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশ মেনেই পার্শ্ববর্তী জেলাগুলিতে বাস চালু করা হয়েছে। তবে বাসে সর্বাধিক ২৫ জন যাত্রী নেওয়া যাবে। বাসের কর্মীদের জন্য ডিপো থেকে মাস্ক, গ্লাভস ও পিপিই সরবরাহ করা হয়েছে। যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করেই বাসে ওঠানো হচ্ছে।যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক। অনেকেই বেড়াতে এসে বা কাজে আটকে পড়েছিলেন, যাত্রীদের মধ্যে তাদের সংখ্যাই ছিল বেশি।