আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা যথাযোগ্য মর্যাদায় বিরসা মুন্ডার জন্ম দিবস পালন করেছে। শুক্রবার ছিল মুন্ডা বিদ্রোহ “উলগুলান”এর নেতা ‘ধরতী আবা’ বীরসা মুন্ডার জন্মদিন। জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় দিনটি উদযাপন করা হয়েছে।
মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলেও স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ বীর বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, আরব আলী খান, দিব্যেন্দু সাহা, জগদীশ সিং, তারকনাথ ঘোষ এবং শিক্ষিকা সুস্মিতা দাস, সন্তোষী হেমরম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।