কুমারগঞ্জে ছাত্রী খুনের কায়দায় ধর্ষণ করে জ্বালানো হয়েছে দেহ, অনুমান স্থানীয়দের।
আমাদের ভারত, বালুরঘাট, ৩ মার্চ: বুনিয়াদপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে মাত্র চার কিলোমিটার দূরে অর্ধনগ্ন জলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোরগোল। বংশীহারী ব্লকের কুশকারির ঠাকুরপুর এলাকার ঘটনা। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এলাকার শ্মশান থেকে সামান্য দূরে উদ্ধার হয়ে মৃতদেহটি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে পুলিশে খবর দিলে বংশীহারী থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। যদিও মৃতের নাম পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, কুমারগঞ্জে স্কুল ছাত্রীকে খুনের আদলেই কোনও এক মহিলাকে ধর্ষণ করে খুনের পর মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্তকে ফোন করা হলে তিনি জানিয়েছেন খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি কুমারগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের পর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার ঘটনা সামনে আসে। যার রেশ কাটতে না কাটতেই বুনিয়াদপুরে মুখ্যমন্ত্রীর দলীয় সভার এক দিন আগে এমন মৃতদেহ উদ্ধারের ঘটনায় খানিকটা বিপাকে জেলা প্রশাসন, বলে মনে করছেন অভিজ্ঞ মহল। যা নিয়ে মুখ্যমন্ত্রীর রোষের মুখেও পড়তে হতে পারে পুলিশ প্রশাসনকে।
স্থানীয় বাসিন্দা মন্টু টুডু জানিয়েছেন, জেলায় একের পর এক খুন ধর্ষণ বেড়েই চলেছে। এমন সব ঘটনায় পুলিশ প্রশাসনের আরও সক্রিয় হওয়া জরুরী বলে তিনি মনে করেন।
স্থানীয় পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন বলেন, এই অন্যায় যে বা যারা করেছে তাঁর উপযুক্ত শাস্তি হোক। পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে সেটাই আশা রাখেন তিনি।