২৬-এর মধ্যেই ছুটবে বুলেট ট্রেন, ২৩-এর শেষে বন্দে ভারতে স্লিপার কোচ, দেশের ২ শহরের মধ্যে চলবে বন্দেভারত মেট্রো: রেলমন্ত্রী

আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: খুব তাড়াতাড়ি দেশের দুই গুরুত্বপূর্ণ শহরের মধ্যে চালু হবে বন্দে ভারত মেট্রো। ২০২৬ এর মধ্যে চালু হবে বুলেট ট্রেন। আর চলতি বছরের শেষের দিকে বন্দে ভারত এক্সপ্রেসে থাকবে স্লিপার কোচ। এহেন চমকপ্রদ প্রাপ্তির কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এবার বন্দে ভারত এক্সপ্রেসে শুধু বসে নয় গন্তব্যে পৌঁছাতে পারবেন শুয়েও। জাতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২৩ সালের শেষ দিকে বন্দে ভারত এক্সপ্রেসে স্লিপার কোচ আনা হবে। যাত্রীদের সফর তাতে আরও আরামদায়ক হবে।

বন্দে ভারত নিয়ে রেলমন্ত্রকের যে আরো অনেক পরিকল্পনা আছে তা আগে জানিয়েছিলেন রেলমন্ত্রী। বন্দে ভারতের আদলে মেট্রো পরিষেবা চালুর কথা ভাবছে কেন্দ্র সরকার। অশ্বিনী বৈষ্ণবের কথায়, বন্দে ভারত এক্সপ্রেস সচরাচর ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আর বন্দে ভারত মেট্রো ১০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। দেশে গুরুত্বপূর্ণ দুই শহরের মধ্যেই মেট্রো চালানো হবে।

বুলেট ট্রেন নিয়েও আশার কথা শুনিয়েছেন রেল মন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের জুলাই- আগস্ট মাসেই দেশে বুলেট ট্রেন পরিষেবা শুরু হবার সম্ভাবনা রয়েছে।দেশের প্রথম বুলেট ট্রেনটি গুজরাটের আমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত যাবে। এই পথে বুলেট ট্রেন চালানোর জন্য চলতি বছরে শেষে আগ্রহী সংস্থা গুলির কাছে দরপত্র আহ্বান করবে রেল মন্ত্রক।

রেলমন্ত্রী জানিয়েছেন, আমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বুলেট ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়েছে। যাত্রাপথে আটটি নদীর উপর সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। মহারাষ্ট্রের দিকে ১৩টি স্টেশনে পরিকাঠামো তৈরীর কাজ শেষ পর্যায়ে। রেল মন্ত্রক সূত্রে খবর, দেশের প্রথম বুলেট ট্রেন ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ছুটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *