Budget session, বাজেট অধিবেশন ২৩ আগস্ট

আমাদের ভারত, ৬ জুলাই: ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একই সঙ্গে তিনি হবেন দেশের প্রথম অর্থমন্ত্রী যিনি সবথেকে বেশি বার বাজেট পেশ করবেন সংসদে। আগামী ২৩ জুলাই সংসদে বাজেট পেশ হবে। তার একদিন আগে অর্থাৎ ২২ জুলাই বাজেট অধিবেশন শুরু হবে।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজেজু শনিবার ঘোষণা করেছেন ২২ জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হবে। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটা প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট। এর আগে মোদী সরকারের দুই দফায় সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। ফলে মনে করা হচ্ছে এই বাজেটের উপর বিশেষ নজর থাকবে নাগরিক থেকে বিরোধী সকলের।

বাজেট অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন ডাকার সুপারিশের ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি। ২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেট সংসদে রাখবেন নির্মলা সীতারামণ। এই নিয়ে টানা সাত বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা দেশে প্রথম বার। এর আগে দেশে প্রাক্তন অর্থমন্ত্রী মুরাজ্জি দেশাই টানা ছয় বার সংসদে বাজেট পেশ করেছিলেন। এবার তাকে ছাপিয়ে গেলেন নির্মলা।

গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল সংসদে। এরপর লোকসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে মোদী সরকার। মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পায়নি। শরিকদের হাত ধরে ক্ষমতায় এসেছে রাজনীতিকদের একাংশ। তাই মনে করা হচ্ছে বাজেটে শরীকদের প্রভাব থাকতে পারে। ফলে বাজেট নিয়ে প্রত্যাশা যথেষ্ট।

এছাড়া রাষ্ট্রপতি সংসদে প্রারম্ভিক ভাষণে সেই প্রত্যাশা আরো একটু উস্কেও দিয়েছেন। তিনি বলেছেন, এই সরকারের আমলে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, সরকারের দূরদর্শিতা প্রকাশ পাবেই। বাজেটে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপ দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *