হিলির সীমান্তবর্তী স্কুলে দেশাত্মবোধক শিক্ষার পাঠ বিএসএফের, ক্যাম্পেনিং করে হাতে কলমে চললো ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রদান

আমাদের ভারত, বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারি: হিলির সীমান্তবর্তী স্কুল গুলিতে ছাত্র ছাত্রীদের হাতে কলমে শিক্ষা দিতে আসরে নামলো বিএসএফ। ভারতীয় সংবিধান সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে ‘কনস্টিটিউশন সেলিব্রেশন ডে অ্যান্ড ক্যাম্পেনিং’ শুরু করা হয়। বিএসএফের ১৩৭ নং ব্যাটেলিয়নের উদ্যোগে হিলির সীমান্তবর্তী গ্রামগুলির ছাত্রছাত্রীদের মধ্যে চালানো হয় এমন সচেতনতার প্রচার। মঙ্গলবার হিলির জামালপুর গ্রাম পঞ্চায়েতের মানিকো আদিবাসী হাইস্কুলে ওই সেমিনারের আয়োজন করা হয় বিএসএফের তরফে। যেখানে ভারতীয় সংবিধান নিয়ে একাধিক বিষয় তুলে ধরে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সেই প্রতিযোগিতায়। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩৭ বিএসএফের ইন্সপেক্টর মিনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বিএসএফের তরফে সংবিধান সম্পর্কে একাধিক বিষয় তুলে ধরে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের।

বিএসএফের তরফে সঞ্জীব রায় জানিয়েছেন, আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে ‘কনস্টিটিউশন সেলিব্রেশন ডে অ্যান্ড ক্যাম্পেনিং’। সীমান্ত এলাকার হাইস্কুলগুলিতে ছাত্রছাত্রীদের সচেতন করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। চুড়ান্ত প্রতিযোগিতার পর পুরষ্কার সহ শংসাপত্র তুলে দেওয়া হবে ছাত্রছাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *