আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৪ জানুয়ারি: জম্মুর নওগাঁ এলাকায় লাইন অফ কন্ট্রোলে তুষার ঝড়ের কবলে পড়ে আলিপুরদুুুুয়ার জেলার মাদারিহাটের বাসিন্দা এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। জানা গেছে মৃত বিএসএফ জওয়ানের নাম গঙ্গা বারা(২৯)। আলিপুরদুয়ারের মাদারিহাটের বন্ধ চা বাগান মুজনাইয়ের বাসিন্দা ছিলেন। শ্রমিক পরিবারের ওই জওয়ানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে পাথর হয়েছে চা-বাগানটির শ্রমিক মহল্লাগুলি। জওয়ানের মৃত্যুর খবর বাড়িতে পৌছানোর পর থেকেই এখন শুধুই কান্নার রোল। মঙ্গলবার সকালে জওয়ানের মৃত্যুর খবর পৌঁছনো হয় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের তরফে।
পরিবার সুত্রে জানা গেছে, ২০১১ সালে সীমা সুরক্ষা বলের কনেস্টবল হিসেবে কাজে যোগ দিয়েছিলেন গঙ্গা। মাত্র এক বছর আগে বিয়ে করেন তিনি। গতবছর দেওয়ালির সময় শেষ বারের মত বাড়ি এসেছিলেন গঙ্গা। সোমবার রাতে চার সঙ্গীকে নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জম্মুর নওগাঁ এলাকার লাইন অফ কন্ট্রোলে টহল দিচ্ছিলেন গঙ্গা বারা।আচমকাই প্রচন্ড তুষার ঝড়ের কবলে পড়েন ওই চার জওয়ান। বাকি তিনজন আহত অবস্থায় জীবনে বেঁচে গেলেও বরফ চাপা পড়েন গঙ্গা। খবর পেয়ে তাঁকে উদ্ধারের আগেই ওই জওয়ানের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন বিএসএফের নর্থ-ইস্ট ফ্রন্টিয়ারের ডিআইজি রাজীব রঞ্জন শর্মা। তিনি জানান “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ওই জওয়ানের মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবরকমের পদক্ষেপ গ্রহণ করেছি।”
মৃত জওয়ানের দাদা শক্তি বারা জানিয়েছেন,”বিএসএফের পক্ষ থেকে ভাইয়ের মৃত্যুর দুঃসংবাদ মঙ্গলবার আমাকে জানানো হয়েছে।” জড়ানো গলায় শহীদ জওয়ানের বৃদ্ধ বাবা পুষা বারা জানিয়েছেন “নিয়মিত ভাবে অত দূরে থেকেও আমাদের খোঁজ খবর রাখতো। আর কথা হবে না।শেষ বারের মত বাড়ি ফিরবে বটে, কিন্তু কফিন বন্দী হয়ে।”