বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে পেট্রাপোলে বিএসএফের মৈত্রী র‍্যালি

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১১ জানুয়ারি:
শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে ভারত-বাংলাদেশ মৈত্রী দৃঢ় করতে ও সীমান্ত এলাকায় জনসংযোগ বাড়াতে সাইকেল র‍্যালি করল বিএসএফ। রবিবার ভারত-বাংলাদেশের এক নম্বর চেকপোস্ট বসিরহাটের পানিতর থেকে এই সাইকেল র‍্যালি শুরু হয়। রবিবার সেটি পেট্রাপোল স্থল বন্দরে এসে পৌছায়।

বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, ১৩ জন জওয়ান সাইকেল নিয়ে প্রায় চার হাজার কিলোমিটার বর্ডার রোড ধরে মৈত্রীর বার্তা দেবেন৷ ৬৭ দিন ধরে সাইকেল চালাবেন তাঁরা। তাদের দলে নেতৃত্ব দিচ্ছেন আইজি অশ্বিনী কুমার সিং। মিজোরামে গিয়ে শেষ হবে র‍্যালি। সোমবার দুপুরে পেট্রাপোলে মেত্রী সাইকেল র‍্যালিতে অংশগ্রহণকারী জওয়ানদের সম্বর্ধনা দেওয়া হয়৷ এই সম্বর্ধনা অনুষ্ঠানে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের অবসরপ্রাপ্ত এডিজি এস রামাকৃষ্ণা, বিএসএফের ইস্টার্ন রিজিয়নের এডিজি পঙ্কজ কুমার সিং, বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, রিজিয়ন কমান্ডার বিজিবি যশোর। এদিন বিকেলে সাইকেল র‍্যালিটি বাগদা থানার বাজিতপুর আউটপোস্ট পৌছায়। সেখানেও দু’দেশের আধিকারিকদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএফের ইস্টার্ন রিজিয়নের এডিজি পঙ্কজ কুমার সিং বলেন, বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ও সীমান্ত এলাকায় জনসংযোগ বাড়াতে বিএসএফের উদ্যোগে এই সাইকেল র‍্যালি। ১৩ জন জওয়ান সাইকেল নিয়ে প্রায় চার হাজার কিলোমিটার বর্ডার রোড ধরে মৈত্রীর বার্তা দেবেন। ৬৭ দিন ধরে সাইকেল চালাবেন জওয়ানরা।

রিজিয়ন কমান্ডার বিজিবি যশোর ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন বলেন, ভারতের এই অনুষ্ঠানে এসে খুব আনন্দিত। এই অনুষ্ঠানের মধ্যেমে দুদেশের সম্পর্ক আরও ভাল হবে বলে মনে করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *