আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: “জাতীয় কৃষক দিবসে, আমাদের সকল কৃষক ভাইদের প্রতি আমার শ্রদ্ধা।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি লেখেন, “ভারতের জিডিপি বৃদ্ধির মেরুদন্ড হল কৃষি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, যাঁরা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে জাতির জন্য সোনার ফসল এনেছেন।”
প্রসঙ্গত, প্রতি বছর ২৩ ডিসেম্বর ভারতে ‘জাতীয় কৃষক দিবস’ হিসাবে পালিত হয়। দেশের উন্নয়নে কৃষকদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়।