Amit Shah, BJP, “২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন, অনুপ্রবেশ রুখবে বিজেপি”, বার্তা শাহের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ অক্টোবর: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বাংলায় এসে আগামী ২০২৬ সালে পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। পেট্রাপোলে বিএসএফের একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে অনুপ্রবেশ সমস্যা নিয়েও আর একবার উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ বলেন, “বাংলায় অশান্তির মূলে রয়েছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ বন্ধ হলে বাংলায় শান্তি ফিরবে। ২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন। অনুপ্রবেশ রুখবে বিজেপি।” অনুপ্রবেশ রুখতে সীমান্ত সুরক্ষা আরও বাড়ানো হচ্ছে বলেও দাবি শাহে।

প্রসঙ্গত, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে সব রাজ্যের ডিজিদের সতর্কবাতা আগেই পাঠিয়েছে কেন্দ্র। সতর্কবাতায় উল্লেখ করা হয়, পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশ করছে। অনুপ্রবেশকারীদের সাহায্য করছে রাজ্যের এক শ্রেণির দালাল। ভারতে প্রবেশ করার পরেই তাদের আধার কার্ড পাইয়ে দিতে সাহায্য করছে দালালরা। আধার কার্ড হাতে আসতেই কাজের খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এই অনুপ্রবেশকীদের অনেকেই বাংলাদেশের জামাতের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত।

সূত্রের খবর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পারে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিনের সভা থেকে পালটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন শাহ। তাঁর অভিযোগ, “গত ১০ বছরে মোদী সরকারের ২ লক্ষ ৯ হাজার কোটি টাকা গিয়েছে। তা সত্ত্বেও উন্নয়নের কাজ হয়নি। উন্নয়নের টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকে গিয়েছে। তাহলে আর উন্নতি হবে কী করে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *