আমাদের ভারত, ৩ অক্টোবর: উৎসব, না উৎসব নয়? এখনও দু’রকম প্রচার চলছে সামাজিক মাধ্যমে। এই অবস্থায় বামেরা প্রতি বছরের মত এবারেও বিভিন্ন পুজো মণ্ডপের সামনে বইয়ের স্টল খুলতে উদ্যোগী হয়েছেন। আর বিষয়টিকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
বৃহস্পতিবার তিনি এক্স বার্তায় লিখেছেন, “উৎসবে নেই। কিন্তু উৎসবের জনসমুদ্রের ছোঁয়া নেওয়ার চেষ্টায় মণ্ডপের
কাছাকাছি স্টল খুলে বসে থাকব। বলুন তো কোন্ প্রজাতির প্রাণী?”
প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে সামিল হয়ে এক শ্রেণির লোক উৎসব বয়কটের ডাক দিয়েছে। অরাজনৈতিক বলে এই আন্দোলনকে চিহ্ণিত করার চেষ্টা হলেও বামেরা এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ফলে আগ্রহ হারিয়েছে বিজেপি-র সিংহভাগ।