বোমাতঙ্ক যোগী আদিত্য নাথের বাসভবনে

আমাদের ভারত, ১৬ ফেব্রুয়ারি:
লখনৌতে যোগী আদিত্য নাথের বাসভবনে বোমাতঙ্ক ছড়ালো। জানা গেছে, বোমা রাখা হয়েছে বলে শুক্রবার একটি ফোন আসে। তারপরেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় যোগীর বাসভবন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বোম্ব স্কোয়াড।

সূত্রে খবর, দীর্ঘ তল্লাশির পরে কিছু পাওয়া যায়নি। বোমাতঙ্কের ফোন পাওয়ার পরই যোগীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। কে বা কারা ফোন করে বোমা রাখার কথা বলেছে তার তদন্ত শুরু হয়েছে।

অতীতেও একাধিকবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোন করে হুমকি দেওয়ার খবর জানা গেছে। গত বছর আগস্ট মাসে যোগীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছিল পুলিশ। আবার ওই মাসেই উত্তরপ্রদেশ পুলিশের হেল্প লাইন নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজে যোগীকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে আরো একটি অভিযোগ ওঠে। অভিযুক্তের বিরুদ্ধে মামলার রুজু করে পুলিশ।

এর আগে ২০২১ সালে সিআরপিএফের দপ্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও যোগীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল আত্মঘাতী বিস্ফোরণ ঘটিযয়ে। সেই ঘটনাগুলির পর আবার শুক্রবার যোগী আদিত্যনাথের বাড়িতে বোমাতঙ্কের ফোন এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *