পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১৭ মে: লজের পাশ থেকে উদ্ধার হলো এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এলাকায়। মৃত বৃদ্ধের নাম সন্দীপ মাইতি। বাড়ি কলকাতার বেলেঘাটায়। তিনি বালিচক এলাকার স্বস্তিক নামে একটি লজে রুম ভাড়া নিয়েছিলেন।
পুলিশ ও লজ সূত্রে জানা গিয়েছে, সন্দীপ মাইতি নামে ওই বৃদ্ধ ডেবরা ব্লকের বালিচক এলাকার স্বস্তিক নামে একটি গেস্ট হাউসে রুম ভাড়া নিয়েছিলেন। শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ হঠাৎ গ্রামের লোকেদের চিৎকার চেঁচামেচি শোনেন গেস্ট হাউসের কর্মীরা। তখনই বেরিয়ে গিয়ে দেখেন লজের বাউন্ডারি ওয়ালের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সন্দীপবাবু। তার পরনের পোশাকে রক্তের দাগ লেগেছিল।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। পরবর্তীতে এই খবর পেয়ে ডেবরা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। কেন আত্মহত্যা করল? এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? তা জানতে পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।