পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: ক্যানেল থেকে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল নারায়ণগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার
কোতাইগড় পেট্রোল পাম্পের কাছে।
জানা গিয়েছে, এদিন সকালে রাস্তার ধারের ক্যানেলে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকার মানুষজন। এরপর খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশ এবং ওই ব্যক্তির পরিবারকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির অচেতন দেহ উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যায় নারায়ণগড় থানার পুলিশ। চিকিৎসক তাকে দেখে ওই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ভদ্রেশ্বর মাহালি, বয়স ৬৯ বছর। বাড়ি নারায়ণগড় থানার কোতাইগড়ের বাসুদেবপুর গ্রামে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, “বাড়ি থেকে বাজারে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই ব্যক্তি। রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তার খোঁজ শুরু করে, পরে কোতাইগড়ের ক্যালেন থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নারায়ণগড় থানার পুলিশ। বাড়ি থেকে অদূরে মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।