আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: গড়বেতা থানার লেদাপোল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ওই এলাকায় বস্তাবন্দি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার বিশাল পুলিশবাহিনী। ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে লেদাপোলের নিচ থেকে বস্তাবন্দী পচাগলা দেহটি উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা অন্যত্র খুন করে দেহটি নিয়ে এসে এখানে ফেলে দিয়ে গেছে। মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার শুরু করেছে।