আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ জুন: সমাজকে এবং সমাজের মানুষকে সুস্থ রাখতে এগিয়ে এলো একদল যুবক। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রার পারদ। তার কারণ হিসাবে সমাজ থেকে গাছ কেটে নেওয়াকেই দায়ী করছে বিজ্ঞানীরা। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো খুবই জরুরি। পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রার কারণে হচ্ছে না রক্তদান শিবির। ফলে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিচ্ছে। প্রচন্ড গরম আর লোকসভা নির্বাচন, দুই এর ফাঁদে পড়ে রক্তদান শিবিরের আয়োজন প্রায় হয় না বললেই চলে। দিন দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে করে প্রতিটি মানুষের উচিত গাছ লাগানো। তাই তমলুক শহরে হাত বাড়ালেই বন্ধু এবং বাইকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক শহরে রক্তদান শিবির ও ১০০টি চারা গাছ লাগানোর উদ্যোগ নিল, পাশাপাশি মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার।
উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দিপেন্দ্র নারায়ণ রায়, প্রাক্তন অধ্যাপক আশুতোষ দাস, তমলুক ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শুকদেব চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। তমলুক শহরের রূপনারায়ণ নদীর পাড়ে অনুষ্ঠিত হয় কর্মসূচি। সংস্থার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন।