পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: গ্ৰীষ্মকালে ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেলা আদালত প্রাঙ্গণে। জানা গিয়েছে, এই রক্তদান শিবিরে ১৬০ জন রক্তদাতা রক্ত দান করেন। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বার অ্যাসোসিয়েশনের সভাপতি অলোক মন্ডল, সম্পাদক মৃণাল কান্তি চৌধুরী, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা এবং স্থানীয় সমাজসেবীরা। সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইনজীবী তীর্থঙ্কর ভকত।