পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: আজ বৃহস্পতিবার মেদিনীপুর শহরের নান্নুর চকে তৃণমূলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এদিনের এই রক্তদানে উদ্যোক্তারা ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার অত্যন্ত প্রিয় ছাত্র ও যুব কর্মীরা। সুজয় হাজরা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি এবং বিধায়কও। দাদার অনুগামী নামে একটি সংগঠন তৈরি করেই চলে বিভিন্ন সামাজিক কাজকর্ম।

সংগঠনের এক সদস্য জানান, বিগত চার বছর ধরে সুজয় দা’র জন্মদিনে চলছে এই রক্তদান শিবির। এবারেও তাই করা হয়েছে। এদিন প্রায় অর্ধ শতাধিক রক্তদাতা রক্তদান করেন। এইরকম সামাজিক কাজে যথেষ্ট খুশি জেলা সভাপতি সুজয় হাজরার থেকে দলের অন্যান্য কর্মী ও নেতৃত্ব। সুজয়বাবুর দীর্ঘায়ু কামনা করে তাঁকে শুভেচ্ছা জানাতে জেলার বিভিন্ন এলাকা থেকে অনুগামী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন জেলা কার্যালয়ে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক দীনেন রায়, পরেশ মুর্মু, কাউন্সিলর মোজাম্মেল হোসেন, অরুণ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

