গোয়ালতোড়ে প্রাথমিক শিক্ষকদের রক্তদান শিবির

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: জঙ্গলমহলের গড়বেতা ২ নম্বর গোয়ালতোড় ব্লকে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষকরা একটি রক্তদান শিবিরের আয়োজন করে। শিক্ষকদের কো অপারেটিভের উদ্যোগে ১৫ দিন ধরে লঙ্গরখানায় দৈনিক ৩০০ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে তিন লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন প্রাথমিক শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য ও ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি চন্দন সাহা। তিনি জানান, এলাকার পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের সম্বর্ধনা দেওয়ার পর আজ রক্তদান শিবিরের আয়োজন করলেন।

আজকের রক্তদান শিবিরের আয়োজক ছিল গড়বেতা পশ্চিম চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। শিবিরে একজন মহিলা সহ মোট পঁচিশ জন রক্তদান করেন। গড়বেতা ২ এর বিডিও সোফিয়া আব্বাস, বিধায়ক শ্রীকান্ত মাহাত, পুলিশ আধিকারিক ধ্রুবজ্যোতি ব্যানার্জি ও পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে শিবিরে উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও চক্রের শিক্ষক সৌমিত্র চোঙদার বলেন, এভাবেই তারা মানুষের পাশে থাকার প্রয়াস চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *