আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মে: লকডাউনের সংকটকালে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল সিপিএম। দলের প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি এবং প্রয়াত নেতা অনিল কুমার পাত্র ও হরেকৃষ্ণ জানার স্মরণে শুক্রবার বেলদা অফিসে একটি রক্তদান শিবির করা হয়। শিবির শুরুর আগে প্রয়াত দুই নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত নেতৃবৃন্দ। ২ জন মহিলা সহ মোট ৬১ জন এই শিবিরে রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ভাষ্কর দত্ত, এরিয়া কমিটির সম্পাদক সুধাংশু বেরা, এরিয়া কমিটির সদস্য জগন্নাথ সামন্ত, বঙ্কিম সিং। এছাড়া ছিলেন বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।