কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ মার্চ:
লকডাউনে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল উৎসাহী যুবকরা। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে। সেই সংকটে পাশে দাঁড়াতে শনিবার সকাল থেকে কিছু উৎসাহী যুবকরা রক্ত দান করে, ২ জন মহিলা সহ ৩৭ জন রক্তদান করেন। মূল উদ্যেশ্য লকডাউনে রক্তের সংকট দেখা দিয়েছে। মুমূর্ষু রোগী থেকে থ্যালাসেমিয়া রোগীরা রক্ত পাচ্ছে না। তাদের বাঁচাতে রক্ত দিতে এগিয়ে এল ঘাটাল মহকুমার কিছু যুবক যুবতী। রক্তদাতা দীপ নিয়োগী, অরিজিৎ কুইলা, তনুশ্রী ঘোষরা বলেন, এই সময় রাজ্যের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। যাতে রক্তের অভাবে কোনও ব্যাক্তিকে চলে যেতে না হয় তার জন্য এই রক্তদানে এগিয়ে আসা। ঘাটাল মহকুমাবাসীকে রক্ত দিতে এগিয়ে আসার অনুরোধও করেছে তারা।
শপথ চক্রবর্তী ও অসীম দাস জানান, ঘাটাল মহকুমা হাসপাতালে রক্তের সংকটে এক থ্যালাসেমিয়া আক্রান্ত ছেলের জন্য কাঁদছে মা। মুমূর্ষু রোগীদের রক্তের সংকট দেখা দেওয়ায় আজ দ্রুত একটি ক্যাম্পের ব্যবস্থা করি হাসপাতালে। ফেসবুকে বার্তা দেওয়া হয় রক্ত দেবার জন্য কিছু যুবক যুবতী রক্ত দিতে এগিয়ে এসেছে। আমরা চাই রক্ত দিন। রক্তের জন্য যেন কাউকে মরতে না হয়।