সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৭ ফেব্রুয়ারি: হাসপাতলে রক্তের যোগান দিতে নবোদয় সংঘ ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর নবোদয় সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল থেকে ক্লাব প্রাঙ্গণ সরকারি বিধিনিষেধ মেনে সাজানো হয়। রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে চলছে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, আবৃতি প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ।
তবে উদ্যোক্তারা অনেক সতর্কতা অবলম্বন করে এই রক্তদান শিবিরের আয়োজন করেন। শিবিরে উপস্থিত সকলের মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। এছাড়া স্যানিটাইজেশনের দিকেও জোর দেওয়া হয়েছিল। রক্তদান শিবিরের আয়োজন ক্লাবের সম্পাদক সৌমেন দত্ত, চঞ্চল বিশ্বাস, শ্যামল সিংহের বক্তব্য, সামনেই গরমকালে রক্তের আকাল দেখা দেয় বনগাঁ মহকুমা হাসপাতাল সহ গোটা রাজ্যে। তার উপর করোনা রক্ত সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। তাই সরকারি বিধিনিষেধ মেনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন রক্তদান শিবিরে অনেক প্রতিবন্ধী ও এলাকার মহিলারাও রক্ত দিতে আসেন শিবিরে। মোট ৬৫ জন রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন এলাকার বৃদ্ধরাও।