দীর্ঘ প্রতীক্ষার পর ১২ ফেরুয়ারি থেকে খুলছে বিদ্যালয়, ছাত্রছাত্রীদের অবসাদ কাটাতে নতুন করে সাজানো হচ্ছে অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ ফেব্রুয়ারি: দীর্ঘ প্রায় ১ বছর পর খোলা হচ্ছে স্কুল। মানসিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের মনের জোর বাড়াতে অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুল।

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে স্কুল, ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দপ্তর। এই ঘোষণায় খুশি ছাত্র-ছাত্রী, শিক্ষক থেকে অভিভাবকরা। অশোকনগর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুল নতুনভাবে সাজানো হয়েছে। স্কুলের গেট থেকে শুরু করে ক্লাসরুম সাজিয়ে তোলা হচ্ছে। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আর এর ফলে মানসিকভাবে পিছিয়ে পড়েছে ছাত্র-ছাত্রীরা। হতাশা বাড়ছে তাদের মনে। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীরা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে করোনা বিধি মেনে পঠন পাঠন করতে পারবে। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুল একটু অন্যরকম ভাবে সাজিয়ে তুলছে শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাস রুমে থাকছে বিভিন্ন মনীষীদের বাণী সহ শিক্ষামূলক ছবি। প্রতিটা ক্লাসরুমে থাকছে সাউন্ড সেকশন, যেখানে টিফিন প্রিওড বা স্কুল শুরু হওয়ার আগে চলবে বিভিন্ন ধরনের রবীন্দ্র সঙ্গীত। ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। গতিময় জীবন থেমে থাকে না তাই দেওয়ালে আঁকা দূরপাল্লার ট্রেন। প্রতিটা মুহূর্তে স্কুলের শিক্ষক শিক্ষিকারা দেওয়ালে আঁকা মনীষীদের বাণীর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মনে দাগ কেটে দিচ্ছেন। স্কুলের সবজি বাগান, যেটা চোখে পড়ার মতো। করোনা আবহে যখন সবকিছু বন্ধ, তখন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের মিলিত প্রচেষ্টায় তৈরি করেছেন সবজি বাগান। যে সবজি ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে ব্যবহার করা হবে। বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের শিক্ষকরা একটু অন্যরকমভাবে সাজিয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষ জানিয়েছে, ক্লাসের সময় বাড়িয়ে ৪৫ মিনিটের পরিবর্তে করা হয়েছে এক ঘন্টা করে। তবে সারাদিনে ৮টি ক্লাসের পরিবর্তে ছয়টি করে ক্লাস হবে। মুখে মাস্ক বাধ্যতামূল। স্কুলগেটে থাকবে স্যানিটাইজার। সমস্ত রকম কোভিড বিধি মেনে ছাত্র-ছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলে প্রবেশ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *