Blood donation, TMC, Midnapur, মেদিনীপুর জেলা তৃণমূল কার্যালয়ে রক্তদান শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট মেটাতে সম্প্রতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি প্রতিটি সাংগঠনিক জেলাকে রক্তদান শিবিরের আয়োজন করার নির্দেশ দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর পরামর্শ অনুসারে শিক্ষক সংগঠনের সিদ্ধান্তকে শিরোধার্য করে মঙ্গলবার মেদিনীপুর শহরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেদিনীপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে ৪১ জন শিক্ষক- শিক্ষিকা রক্তদান করেন।

শিবিরের উদ্বোধন করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক সুজয় হাজরা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন ও বিধায়ক দীনেন রায়, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাধিপতি প্রতিভারাণী মাইতি, প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনিমেষ দে, শিক্ষক সংগঠনের রাজ্য সহ-সভাপতি কার্তিকচন্দ্র দে, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ ধাড়া প্রমুখ।

শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অখিলবন্ধু মহাপাত্র বলেন, প্রচন্ড দাবদাহে প্রতিদিন বিভিন্ন হাসপাতালে রক্তের চাহদা সীমাহীন বাড়ছে। এই পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে এই শিবির আয়োজনের সিদ্ধান্ত হয়। রক্তদাতাদের হাতে এদিন সংগঠনের পক্ষ থেকে গোলাপের চারা তুলে দেওয়া হয়েছে।

মেদিনীপুর সাংগঠনিক জেলার অধীন ২৭টি চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা উপস্থিত হয়েছিলেন। এদিন দলের জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় সুজয় হাজরাকে আমলাগোড়া, কেশিয়াড়ি ১ এবং কেশিয়াড়ি ২ চক্রের পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। সুজয়বাবু এদিনের রক্তদান শিবিরের আয়োজন করার জন্য শিক্ষক সংগঠনকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *