পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: আজ ১লা জুলাই, পশ্চিমবঙ্গের রূপকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষ্যে মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিধাননগর মাঠে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এছাড়াও এদিন শহরের বিশিষ্ট ডাক্তারদের সংবর্ধিত করা হয় ওয়ার্ডের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী পৌরসভার প্রধান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসক ও কাউন্সিলররা।
৫নং ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায় জানান, ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়। সেই জন্য এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজের বিশিষ্ট ডাক্তারবাবুদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।
পাশাপাশি আজ মেদিনীপুর পৌরসভার ২১ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহঃ সাইফুলের উদ্যোগে পশ্চিমবঙ্গের রূপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী অনিল শিকারিয়া, পার্থ ভট্টাচার্য, আব্দুল ওয়াজেদ, কাউন্সিলর অর্পিতা নায়েক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই রক্তদান শিবিরে প্রায় দুই শতাধিক মানুষ রক্তদান করেন।
অন্যদিকে ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আজ চিকিৎসক দিবস পালন করা হয়। সকাল ৮টা থেকে ওয়ার্ডের ১৫ জন চিকিৎসককে বাড়িতে গিয়ে উত্তরীয়, পুষ্পস্তবক এবং উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ড তৃণমূলের সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু, মুরলী মোহন মান্না, কাজরি বসু, অনুপ সাউ, সুতনু দাস, বিশ্বজিৎ মুখার্জি, কাশীনাথ দাস, সৌভিক সেন, তিমির সেন, সুমন রায়, প্রমুখ তৃণমূল কংগ্রেস কর্মীরা।