আব্দুল রেজ্জাক খানের স্মৃতিতে রক্তদান শিবির

আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: পারিবারিক উদ্যোগে এবং অন্যান্যদের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের সিপাইবাজারে। প্রয়াত সমাজসেবী আব্দুল রেজ্জাক খানের ২৫তম মৃত্যুবার্ষিকীকে স্মরণে রেখে খান পরিবারের উদ্যোগে ছিল এই রক্তদান শিবির। রেজ্জাক খান সাহেবের মেজো ছেলে জাকির খানের ইচ্ছে ছিল বাবার প্রয়াণ বার্ষিকীতে সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান শিবির আয়োজন করার। তাঁর এই ইচ্ছেতে সায় দেন পরিবার-পরিজনেরা এবং পাড়া প্রতিবেশীরা। এই কাজে জাকিরবাবু পাশে পেয়ে যান সমব্যথী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং পশ্চিম মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে। সেইমতো জাকিরবাবুদের সিপাইবাজারের বাড়িতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রক্ত সংগ্রহ করল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক।

উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, সম্পাদক জয়ন্ত মুখার্জি, সমব্যথীর কর্ণাধার ফাকরুদ্দিন মল্লিক, শিক্ষক ও সমাজসেবী স্নেহাশীষ চৌধুরী, মণিকাঞ্চন রায়, এনএইচআরসির জেলা সভাপতি অসীম বর্মন, পুরপ্রশাসক মন্ডলীর সদস্য নির্মাল্য চক্রবর্তী, রক্তদান আন্দোলনের কর্মী পার্থ প্রতিম মল্লিক, সমাজসেবী গোপাল সাহা, সমাজসেবী নন্দদুলাল চক্রবর্তী, শাহ জামাল, সেক সাবের আলী, মহঃ রফিক, তপন ভকত, সুব্রাজিৎ নন্দী, সেক শাহাজাদা, জিতেশ হোড়, বিদ্যুত পাল, মানস রায়, সুবীর দে, সেক সোভান (মহলদার), সঞ্জীব খান (মহলদার), বিট্টু, সুমন চ্যাটার্জি, রতন গিরি, শেখ লিয়াকত, তুহিন কান্তি দাস, নন্দিতা দে, সুস্মিতা পাল, পারভেজ কিবরিয়া (মিঠুন), শাহবাজ কিবরিয়া (সুরজ), আজিম খান, মুর্শিদ খান, জিসান খান, সরফরাজ খান সহ সিপাইবাজার এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উপস্থিত ছিলেন খান পরিবারের সমস্ত সদস্যবৃন্দ ও আত্মীয় স্বজনরা।খান পরিবারের সদস্য-সদস্যারা নিজেরাও রক্তদান করেছেন।এদিনের শিবিরে বেশকয়েকজন মহিলা সহ ৩৫ জন রক্তদান করেন। জাকির খান বলেন, নতুন প্রজন্মের এখনো অনেকে জানেনা রক্তদানের কি গুরুত্ব, তাই নতুন প্রজন্মের কাছে রক্তদানের ভয় কাটিয়ে, রক্তদানের গুরুত্বের বার্তা দিতে বাবার স্মৃতিতে তাঁদের পরিবার এই উদ্যোগ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *