BJP, Nandigram, নন্দীগ্রামে সমবায় নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত বিজেপির, ১১টি আসনে জয়লাভ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ জুন: পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের পর নন্দীগ্রামে সমবায় নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি। এই জয়ের মধ্যে দিয়ে বিজেপি সমবায় সমিতি নিজেদের দখলে রাখল। সমবায়ের বারোটি আসনের মধ্যে এগারোটিতে বিজেপি জয়লাভ করে এবং একটিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন হল আজ। প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের গত ২১/০১/২৪ তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে নির্বাচন হয়নি। পরবর্তী সময়ে ২৫ মে ২০২৪ ভোট হওয়ার কথ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ফোর্স দিতে না পারার জন্য পিছিয়ে ২৩ জুন ভোট করা হয়। আজ সেই নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের ভোটে মোট ভোটার সংখ্যা ৬৫৫। আসন সংখ্যা ১২টি। বিজেপির পক্ষ থেকে ১২টি আসনেই মনোনয়ন করা হয়। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে ১০টি আসনে এবং বামেদের পক্ষ থেকে ৩ টি আসনে মনোনয়ন করা হয়।

ভোটের ফল ঘোষণার পর বিজেপি কর্মী সমর্থকরা আনন্দে মেতে উঠলে পুলিশ বিজেপির এক সমর্থককে গ্রেপ্তার করে। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। কেন পুলিশ গ্রেফতার করেছে এই নিয়েই পুলিশের সঙ্গে বচসা বাধে। পরে ওই সমর্থককে ছেড়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী এলাকায় থেকে ভোট পর্ব সমাপ্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *