পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল: পানীয় জলের সমস্যা সমাধানের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার সামনে বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির। ঘাটালের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। তীব্র জল সঙ্কটে ভুগছে ওয়ার্ডের বাসিন্দারা। আজ হাতে খালি কলসি, বালতি, গলায় খালি জলের বোতলের মালা পরে ঘাটাল পৌরসভার সামনে প্রতীকী বিক্ষোভ দেখান ভারতীয় জনতা পার্টি।
পরে পৌরসভার চেয়ারম্যানকে ডেপুটেশনও দেন। পৌরসভার পক্ষ থেকে যাতে স্থানীয় নাগরিকদের জলকর থেকে মুক্তি দেওয়া হয় এবং পাশাপাশি যে সমস্ত নতুন জলের পাম্প হাউসগুলি বসানো হয়েছে দ্রুততার সাথে যাতে গ্রীষ্মের এই দাবদাহের মধ্যে তা চালু করা হয় সেই দাবি জানানো হয়। আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটসহ অন্যান্য স্থানীয় নেতা নেত্রীরা।

