সাথী দাস, পুরুলিয়া, ২ সেপ্টেম্বর: বিজেপির জেলাশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার কাণ্ড ঘটল পুরুলিয়ায়। আর জি কর কান্ডের প্রতিবাদে পুরুলিয়ার জুবিলী ময়দান থেকে মিছিল করে বিজেপি। মিছিলে সামনের সারিতে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ বেশ কয়েকজন বিধায়ক এবং রাজ্য ও জেলা নেতৃত্ব।
মিছিল মেইন রোড ধরে শহরের একাংশ ঘুরে কোর্ট রোড সংযোগ স্থলে আসতেই সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ান বিজেপি নেতা কর্মীরা। পুলিশ জল ঢেলে আগুন নেভাতে গিয়ে বিজেপি নেতা কর্মীদের বাধার মুখে পড়ে। তার পরই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। চলে বচসা। উত্তেজিত অবস্থায় দেখা গিয়েছিল বিজেপি নেতাদের। কোর্ট রোড দিয়ে ফের মিছিল কাছারি রোড দিয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে দ্বিতীয় ব্যারিকেড পৌঁছাতেই উত্তপ্ত হয়ে উঠে ঘটনাস্থল।
ধস্তাধস্তিতে আহত জলহশ বিজেপি কর্মী। চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আহত বিজেপি কর্মীর নাম আদিত্য মাহাতো। তিনি বিজেপির সাংগঠনিক বলরামপুর মন্ডল ৪ সভাপতি। গরমে অসুস্থ হন পুরুলিয়া সদর থানার ওসি।