চরণ মুখার্জি, আমাদের ভারত, রানীগঞ্জ, ৪ ফেব্রুয়ারি:
অবৈধভাবে কয়লা পাচার, নদী থেকে বালি চুরি সহ একাধিক অভিযোগ তুলে ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ির সামনে বিজেপির দক্ষিণ মন্ডল এলাকার নেতা কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, বল্লভপুর পুলিশ ফাঁড়ি এলাকায় অবৈধভাবে কয়লা কাটার কাজ চলছে। অবৈধভাবে মেশিনের সাহায্যে নদীর বুক থেকে বালি তোলা হচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। প্রতিবাদে আজ তারা ফাঁড়ি ঘেরাও করে।
আসানসোল দক্ষিণ মন্ডল শাখার বিজেপির সভাপতি সন্দীপ গোপ বলেন, বল্লভপুরের মেজিয়া ব্রিজের কাছে নো এন্ট্রি জোন করা হয়েছে। এরপরেও বাঁকুড়া থেকে আসা মাল বোঝাই গাড়িগুলি রাস্তার ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে। ফলে সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, প্রায় সময় তারা দুর্ঘটনা মুখে পড়ে। তিনি আরো বলেন, উপযুক্ত চালান থাকা না থাকা সত্বেও নদী থেকে বালি কেটে ওভারলোডিং গাড়িগুলি ওই রাস্তা দিয়ে পারাপার করছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরই প্রতিবাদে তারা বল্লভপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়।