BJP, electricity bill, বিদ্যুতের বিল বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি বিজেপির, মিলল আদালতের অনুমতি

আমাদের ভারত, ১৯ জুলাই: বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। আজ আদালত জানিয়ে দিল বিজেপি এই প্রতিবাদ কর্মসূচি করতে পারবে। ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে আদালত। মিছিলও করতে পারবে বিজেপি নেতৃত্ব।

শুক্রবার এই সংক্রান্ত মামলায় কর্মসূচির দিন ও সময় জানিয়েছে আদালত। আগামী ২৬ জুলাই কর্মসূচির দিন ধার্য করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে বিদ্যুতের বিল নিয়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচির আবেদনের শুনানি ছিল। আদালত জানিয়েছে, আগামী ২৬ জুলাই বিজেপি বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ বন্টনকারী সংস্থা সিইএসসির দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে কর্মসূচি করতে পারবে। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা ধর্নায় বসা যাবে। এছাড়া কলকাতায় বিজেপির মুরলিধর লেনের কার্যালয় থেকে ভিক্টোরিয়া পর্যন্ত মিছিলও করা যাবে।

তবে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচির আয়োজন করতে বলেছে আদালত। এক হাজারের বেশি মানুষ এতে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে আদালত। এমন কিছু করা যাবে না যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়।বিজেপির কর্মসূচিতে নিরাপত্তা বজায় রাখতে আদালত পর্যাপ্ত পুলিশ মোতায়ন করার নির্দেশ দিয়েছে কলকাতার যুগ্ম সচিবকে।

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছে বিজেপি। বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে কিছুদিন আগেই সিএসসি দপ্তরে গিয়ে বিজেপির প্রতিনিধি দল এই সংক্রান্ত দাবি পত্র জমা দিয়ে এসেছিল‌। তারপরেই প্রতিবাদ কর্মসূচির অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলাটিতেই কর্মসূচির অনুমতি দেওয়া হল।

গত কয়েক মাস ধরে বিদ্যুতের বিল অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে বলে অভিযোগ। এর ফলে নাভিশ্বাস উঠেছে আমজনতার। অনেকেই বলেছেন গ্রীষ্মকালে এসি চালানোর পরেও এতো পরিমাণে বিল আসেনি। এবার আমজনতার কথা মাথায় রেখেই বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে পথে নামতে চলেছে পদ্ম শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *