BJP, memorandum, MSVP, Jalpaiguri, দশ দফা দাবিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপিকে স্মারকলিপি বিজেপি যুব মোর্চার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারি: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সদর ও সুপার স্পেশালিটি হাসপাতালে এক্স-রে সহ একাধিক পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ বিজেপি যুব মোর্চার। শুক্রবার মোট দশ দফা দাবি তুলে এমএসভিপি দফতরে স্মারকলিপি দিল বিজেপি যুব মোর্চার টাউন মণ্ডল এক ও দুই কমিটি। এদিন যুব মোর্চার নেতা কর্মীরা হাসপাতাল চত্বরে জমায়েত হন। এরপর সেখানে বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবি তুলে ধরলেন দলের নেতা কর্মীরা। অন্যদিকে এক্স-রে পরিষেবা সচল থাকার সময় রিপোর্ট মোবাইলে দেওয়া হচ্ছে। সেই রিপোর্ট বুঝতে অসুবিধে হচ্ছে রোগী ও চিকিৎসকের।

অন্যদিকে একাংশ রোগীর স্মার্ট ফোন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। এছাড়া অ্যাম্বুলান্স পরিষেবা নিয়েও সমস্যা রয়েছে। বাইরের অ্যাম্বুলান্সে রোগী নিয়ে আসা হলে হয়রানি হতে হচ্ছে। কার্ডিওলজিস্ট ও নিউওলজিস্ট চিকিৎসক বিভাগ করার দাবি তোলা হয়। ডায়ালিসিস বাড়ানো, লাইফ সেটিং মেডিসিন পর্যাপ্ত সরবরাহের দাবি তোলা হয়।

টাউন ব্লক এক বিজেপি যুব মোর্চার সভাপতি মনোজ শাহ বলেন, “আমরা প্রতিনিধি মূলক ভাবে প্রতিবাদ জানালাম। কাজ না হলে বৃহত্তর আন্দোলন চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *