পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ৩ ডিসেম্বর: বিধানসভা নির্বাচনের আগেই অভিনব কায়দায় ভোট প্রচারে নামল বিজেপি। হাইটেক প্রচার পেতে বিয়ে বাড়িগুলিকে প্রধান কেন্দ্র হিসাবে বেছে নিচ্ছেন বালুরঘাট শহর মন্ডল সভাপতি সুমন বর্মন। ব্যক্তিগতভাবে বিয়ে বাড়ির আমন্ত্রণ পেয়ে প্রচারের সুযোগ হাতছাড়া করেননি তিনি। নববধূকে গেরুয়া রঙের উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পুস্তিকা হাতে তুলে দিয়ে বালুরঘাট কেন্দ্রে আগেভাগেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তিনি। এর আগেও বালুরঘাট শহরের বেশ কয়েকটি বিয়ে বাড়িতে গেরুয়া উত্তরীয় এবং পুস্তিকা তুলে দিয়ে সংবাদমাধ্যমে নজর কেড়ে নেন বিজেপির এই তরুণ নেতা। এবারও বিয়ে বাড়ির নিমন্ত্রণ হাতছাড়া করেননি তিনি। বুধবার বালুরঘাট শহরের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে কিছুটা ঘুরিয়ে হলেও এক প্রকার দলের প্রচার সেরেছেন সুমনবাবু। নববধূকে গেরুয়া উত্তরীয় পরানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর ছবি দেওয়া একটি পুস্তিকাও তুলে দেওয়া হয়েছে পাত্র ডাঃ দিবাকর ঘোষ এবং পাত্রী শুভশ্রী সরকারের হাতে।
বালুরঘাট শহর মন্ডলের বিজেপি সভাপতি সুমন বর্মন জানিয়েছেন, “লক্ষ্য ২০২১ টার্গেট বেঙ্গল” খুব শীঘ্রই স্বর্ণ যুগের সূচনা হতে চলেছে এই বাংলায়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ২০০-র বেশি আসন নিয়ে সরকার গঠন করছে এই পশ্চিম বাংলায়। তাই আবারও একটি বিবাহ অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত আমন্ত্রণ পেয়ে নব দম্পতিকে গেরুয়া উত্তরীয় পরিয়ে “লক্ষ ২০২১ টার্গেট বাংলা” উপহার স্বরূপ পুস্তিকা তুলে দিয়েছেন।