সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ মে: শুভেন্দুর সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপির গাড়িতে আক্রমণ ও ভাঙ্গচুরের ঘটনায় উত্তপ্ত পাত্রসায়ের। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
গতকাল বিকেলে পাত্রসায়রের বালসিতে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পাত্রসায়রে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চব্বিশ ঘন্টার মধ্যেই বালসিতে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।ওই সভায় যোগ দেওয়ার জন্য কোতুলপুর থেকে একদল বিজেপি কর্মী ছোট ট্রাকে করে বালসি যাচ্ছিল। অভিযোগ, জামকুড়ির কাছে একদল দুষ্কৃতী গাড়িতে হামলা চালায় ও ভাঙ্গচুর করে। কর্মীদের মারধর করে। দুষ্কৃতীরা তৃণমূলের বলে অভিযোগ বিজেপির।
এই অভিযোগ অস্বীকার করে বিষ্ণুপুরের তৃণমূল যুবনেতা সুব্রত দত্ত সভায় লোক জড়ো করতে সৌমিত্র খাঁ মদ মাংস এর ব্যবস্থা করেছে। মদ্যপ অবস্থায় গাড়ি কোথাও গুঁজে গেছে, তারপর দোষারোপ চলছে।
এপ্রসঙ্গে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, তৃণমূল সন্ত্রাস বজায় রাখবে ভেবেছে। সভায় লোক দেখে কিছু ছিঁচকে এই ঘটনা ঘটায়।কিন্তু বারবার কোতুলপুর, পাত্রসায়রে হামলা কেন? আমি বিষয়টি অবজারভারকে জানাবো।