স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ মার্চ:
পৌরসভা ভোটের প্রস্তুতির ডঙ্কা বাজালো নদিয়া দক্ষিণ জেলা যুব মোর্চা। সামনেই পৌরসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করল নদিয়া দক্ষিণ জেলার যুব মোর্চার কর্মীরা। আজ নদিয়া দক্ষিণ জেলার রানাঘাটের বিজেপি কার্যালয়ে যুব মোর্চার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলার সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক মনোজ বিন, যুব সভাপতি ভাস্কর ঘোষ সহ একাধিক যুব মোর্চার কর্মীরা।
পৌরসভা নির্বাচন নিয়ে ভাস্কর ঘোষ বলেন, যে আগামী পৌরসভা নির্বাচন জেতার জন্য বিরোধীদের জন্য এক ইঞ্চি জায়গা ছাড়বে না যুব মোর্চা। শেষ বিন্দু পর্যন্ত লড়াই করবে যুব মোর্চা।