কাথিতে পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধর, আহত ৭

জে মাহাতো, ১১ জানুয়ারি: রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির ভাজাচাউলিতে দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি কার্যকর্তাদের উপর চড়াও হয়ে কাঁচা বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। বিজেপির অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ৭ জন আহত হয়, তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২১ শের নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক হিংসার পারদ ততই বাড়ছে পূর্ব মেদিনীপুরে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কার্যালয় ভাঙ্গচুরের পরদিন রবিবার কাঁথির ভাজাচাউলিতে বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে মারধর করা হয়। এই দুই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টার অভিযোগে ক্ষোভ উগরে দিল বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, তাদের কর্মীরা পতাকা লাগাচ্ছিলেন, সেই সময় তাদের ওপর হামলা করা হয়। বর্তমানে বুথ বুথ স্তরে তাদের কার্যক্রম চলছে, সেই কার্যক্রমের অংশ হিসেবেই পতাকা লাগানো হচ্ছিল। সেই সময় তাদের বেধড়ক মারধর করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে

ভোট ঘোষণা হতে এখনও দেরি, তাঁর আগেই হামলা, মারামারি করে এলাকাজুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে বলে বিজেপির অভিযোগ। জেলার বেশকিছু জায়গায় মারামারি, বোমাবাজি, গুলি চালানো সহ একাধিক সন্ত্রাসের জন্য নাজেহাল পুলিশ প্রশাসনও। যদিও পুলিশদের দিকে আঙ্গুল তুলে রাজ্য সরকারের দলদাস বলে কটাক্ষ করছে বিজেপি।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, খেজুরি, ভগবানপুর, পটাশপুর, ভূপতিনগর, কাঁথি প্রশাসকদের মূল নজরে। যে কারনে অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে র‍্যাফ ও পুলিশকে রুটমার্চ করতে দেখা যাচ্ছে।

এই পরিস্থতিতে রবিবার ভাজাচাউলিতে ফের বিজেপির উপর হামলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরতর আহত বিজেপি কর্মীরা বর্তমানে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *