স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ জানুয়ারি: বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার শিকার এক বিজেপি কর্মী। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল নদিয়ার শিমুরালিতে।
সূত্রের খবর, নদিয়ার চাকদহ থানার শিমুরালি এলাকার বাসিন্দা বিজেপি কর্মী রতন বর্মন(৩০) শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। অভিযোগ, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে রতনবাবুকে এলোপাথাড়ি কোপায়। পরে স্থানীয়রা রতনবাবুকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে ভর্তি করে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে ওই বিজেপি কর্মীর ওপর। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে রবিবার সকালে শিমুরালিতে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। যদিও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।