অমিত শাহের সভার আগে কেশপুরে বিজেপি কর্মীদের উপর হামলা

(ফাইল ছবি)
আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগে ফের উত্তপ্ত কেশপুর। অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠকের পরেই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ। গ্রামজুড়ে ছড়িয়ে রয়েছে ফেটে যাওয়া বোমার সুতলি। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা আনন্দপুর থানার বনকাটা, রাজারডাঙা এলাকায়। 

বিজেপির দাবি, বুধবার রাতে এলাকায় অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠক করার পরই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে  ব্যাপক বোমাবাজি করে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। ইউসুফ শা নামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর করা হয় বলেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই গ্রামে আসে আনন্দপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, সামনের শনিবার মেদিনীপুরে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে সভার প্রস্তুতি বৈঠক করছে বিজেপি নেতৃত্ব। একই ভাবে বুধবার আনন্দপুর থানার বনকাটা এলাকায় অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠক করে বিজেপির নেতাকর্মীরা। বিজেপি কর্মীরা বৈঠক সেরে বাড়ি ফেরার সময় অতর্কিতে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামজুড়ে। যদিও এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনা প্রসঙ্গে। ঘটনার নেপথ্যে কারা তার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *