আমাদের ভারত, হুগলী, ১ মার্চ: শহিদ মিনারে অমিত শাহের সভায় যাওয়ার পথে আক্রান্ত বিজেপি কর্মীরা। বাস ভাঙ্গচুর, আহত কমপক্ষে ১০ জন। এদিন হুগলীর জাঙ্গিপাড়া থেকে বাসে করে শহিদ মিনারে অমিত শাহের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। জাঙ্গিপাড়ার বাহানার কাছে তাদের বাস আটকে ভাঙ্গচুর চালায় দুষ্কৃতিরা বলে অভিযোগ। বাস থেকে নামিয়ে তাদের বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। আহত হন ১০ জন। এদের মধ্যে কারোর মাথা ফাটে কারোরও দাঁত ভাঙ্গে। প্রথমে তাদের জাঙ্গিপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়।
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাদের মারধর করেছে। যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।