রঘুনাথপুরের ধর্ষিতা কিশোরীর বাড়িতে গিয়ে রাজ্যে অপশাসনের অভিযোগে সরব বিজেপির মহিলামোর্চা নেত্রী

সাথী দাস, পুরুলিয়া, ২৪ নভেম্বর: নারী সুরক্ষা নিয়ে রাজ্যে অপশাসনের অভিযোগ তুলল পুরুলিয়ার বিজেপি মহিলা মোর্চা। আজ রঘুনাথপুর মহকুমার আনাড়ায় ধর্ষিতা কিশোরীর বাড়িতে গিয়ে সান্ত্বনা জানান মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাবেরী চ্যাটার্জি। তাঁর সঙ্গে সংগঠনের অন্যান্য সদস্য ও বিজেপির স্থানীয় মন্ডল নেতৃত্ব সেখানে যান। সেখানে ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যে মহিলাদের সুরক্ষা না দিতে পারার অভিযোগ তোলেন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ব্যর্থতার অভিযোগ তুলে মুখ্য মন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, তেরো বছরের এক কিশোরীকে ভুল তথ্য দিয়ে তাকে মোটর বাইকে করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে। ধৃত ওই যুবকের নাম সম্রাট ঘোষাল। বাড়ি পুরুলিয়ার আদ্রা থানা এলাকায়। ধৃত যুবককে সোমবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

জানা গিয়েছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের মহুলা মোড়ে অবস্থিত মুরগির দোকানের মালিক রবিবার সন্ধ্যের সময় দুই মেয়েকে তাঁর দোকানে রেখে আনাড়া গিয়েছিলেন মুরগি আনতে। সেই সুযোগে মোটর বাইক নিয়ে ঐ দোকানে আসে এক যুবক। দোকানে থাকা দুই কিশোরীকে সে জানায় তাদের বাবা আনাড়া যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। এই খবর পেয়েই দুই কিশোরী উদ্বিগ্ন হয়ে পড়ে। কি করবে ভেবে উঠতে পারছিল না তারা। সেই সময়  মোটর বাইকে করে আসা যুবকটি তার মোটর বাইকে করে তাদের বাবার কাছে নিয়ে যাবার জন্য বলে। বিপদে এমন প্রস্তাব পেয়ে বছর তেরোর বড় মেয়ে তার নয় বছরের বোনকে দোকানে রেখে অপরিচিত ওই যুবকের মোটর বাইকে বাবাকে দেখতে যাওয়ার জন্য চেপে পড়ে।

কিন্তু ওই কিশোরীটিকে তার মোটর বাইকে চাপিয়ে পাশের গোপীনাথপুর গ্রামের কাছে একটি জঙ্গলে নিয়ে যায় যুবকটি। সেখানে তাকে ছুরি দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে যুবকটি বলে অভিযোগ। এরপর মেয়েটিকে মোটর সাইকেলে করে আদ্রায় নিয়ে যায়। আদ্রার কমলাস্থান এলাকায় মেয়েটি চিৎকার চেঁচামেচি শুরু করে বাঁচাও বাঁচাও করে। ওই যুবকটি তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে চিৎকার করে সে। এই শুনতে পেয়েই এলাকার বাসিন্দারা যুবকটিকে মোটর বাইক সহ হাতেনাতে ধরে ফেলে। উত্তেজিত জনতা ওই যুবকটিকে মারধরও শুরু করে। সেই সময় পুলিশ খবর পেয়ে ওই অভিযুক্ত যুবকটিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে ও তাকে গ্রেফতার করে।

এদিকে কিছুক্ষণের মধ্যেই মেয়ে দুটির বাবা আনাড়া থেকে মুরগি নিয়ে মহুলাতে অবস্থিত তাদের মুরগির দোকানে এসে দেখে তাঁর বড় মেয়ে দোকানে নেই। ছোট মেয়ে তার বাবাকে ঘটনার কথা জানায়। ছোট মেয়ের মুখ থেকে সাজানো ঘটনা শোনার পরই বাবা সব বুঝতে পেরে যান। খবর জানায় পুলিশে। আদ্রা থানা থেকে নির্যাতিতা মেয়েকে নিয়ে রঘুনাথপুর মহিলা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। রঘুনাথপুর মহিলা থানার পুলিশ অভিযুক্ত যুবকটিকে গ্রেফতার করে। এই খবর জানাজানি হতেই রাজনৈতিকভাবে প্রতিবাদ জানায় বিজেপি মহিলা মোর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *